Alapon

পাহাড়ের অন্তরালে

পাহাড়ে সেনাবাহিনীর নামে মিথ্যা অপপ্রচার এটা নতুন কিছু নয়। সত্যটা আমরা সবাই জানি। পার্বত্য চট্টগ্রামের শুরু থেকেই সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারী নির্দেশ পালন করতে নিজেদের জীবনের ঝুকি নিয়ে সেনাবাহিনীর বহু সদস্য প্রাণ দিয়েছেন এই পাহাড়ের বুকে। কিন্তু এই দেশ প্রেমিক, সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেশ বিদেশে খ্যাতি অর্জন করা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে এসে মিথ্যা অপপ্রচারের শিকার হচ্ছে। পাহাড়ী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে দেশ বিদেশে সেনা বিরোধী অপপ্রচার করছে ইন্টারনেটের মাধ্যমে। নামে বেনামে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা কনটেন্ট তৈরী করে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার মধ্যে অন্যতম Hill Voice, CHT Voice, paharika jumma, সাজেক প্রতিনিধি, আদিবাসীর সংবাদ, নিঝুম জুম্মো, kuki-Chin National Front- KNF, জেএলও কমান্ডো, জুম্ম জাদের জুম্ম ধন ইত্যাদি। কিছু সংখ্যক গণবিচ্ছিন্ন নেতা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই শান্তিপূর্ণ পার্বত্যাঞ্চলে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে অশান্ত করে রেখেছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার কাজের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ত্বরান্বিত করতে এবং পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপকহারে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু লক্ষ্যনীয় ও উদ্বেবেগের বিষয় হলো সেনাবাহিনীর এসব অপারেশন বা সার্বিক কার্যক্রমকে কখনোই ভালো চোখে দেখেনি জেএসএস সহ পাহাড়ি অন্যান্য সংগঠনগুলো। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা তাদের মৌলিক কর্মসূচিতে পরিণত হয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে সেনাবাহিনীকে মূল বাধা হিসেবে চিহ্নিত করেছে। সরকারের সাথে তারা প্রত্যক্ষভাবে সম্পর্ক রাখলেও পরোক্ষভাবে সেনাবাহিনী বিরোধী কার্যক্রম ও অপপ্রচার অব্যাহত রেখেছে। এদেরকে আইনের আওতায় আনা হোক।

পঠিত : ৪১২ বার

মন্তব্য: ০