Alapon

"বাংলার মওদূদী আব্দুর রহিম এবং তাঁর কিছু বই"




বাংলার মওদূদী খ্যাত মুমতাজুল মুহাদ্দিসীন, উস্তায মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি সারাটি জীবন ইকামাতে দ্বীনের কাজ করে গেছেন।

বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের ভিত্তি যার হাতে গড়ে ওঠেছে, তিনি হলেন মাওলানা আব্দুর রহিম। আমাদের উস্তায বাস্তব ময়দানে যেভাবে কাজ করে গেছেন, তেমনিভাবে ইলমের ময়দানেও সফলভাবে বিচরণ করে গেছেন। মওদূদীর শীস্য হিসেবে তাঁরও মাওলানা মওদূদীর মতো সবদিকেই কলম চলেছে। লিখেছেন বেশ বই। করেছেন অনুবাদও । তন্মধ্যে কিছু বই হল :

- হাদিস শরীফ - চার খণ্ডে

- আল কুরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ (১৯৮০)

- আজকের চিন্তাধারা (১৯৮০)

- পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি (১৯৮৪)

- আল কুরআনের নবুয়ত ও রিসালাত (১৯৮৪)

- আল কুরআনের আলোকে শিরক ও তাওহিদ (১৯৮৩)

- আল কুরআনের রাষ্ট্র ও সরকার (১৯৮৮)

- ইসলামের জাকাত বিধান (১৯৮২-১৯৮৬) – ইউসূফ আল-কারযাভীর বইয়ের অনুবাদ

- বিংশ শতাব্দীর জাহিলিয়াত (১৯৮২-১৯৮৬) – সাইয়েদ কুতুবের বইয়ের অনুবাদ

- তাফহিমুল কুরআন, ১৯ খন্ড – অনুবাদ

- ইসলামে হালাল-হারামের বিধান – ড. ইউসূফ আল-কারযাভী বইয়ের অনুবাদ

- ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা

- নারী

- নারী ও আধুনিক চিন্তাধারা

- হাদিস সংকলেনের ইতিহাস

- সুন্নাত ও বিদ'আত

- শিক্ষা সাহিত্য সংস্কৃতি

- বিজ্ঞান ও জীবন বিধান

- মহাসত্যের সন্ধানে

- বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব

এরমধ্যে অনেকগুলো বই আমাদের সাথী-সদস্য সিলেবাসের অন্তর্ভুক্ত। পাশাপাশি উচ্চতর সিলেবাসেও রয়েছে অনেকগুলো বই।

বাংলার মুসলিমের এই মাথার তাজতুল্য এই দার্শনিক আলিমে দ্বীন ১৯৮৭ সালের ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ৩০ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ অক্টোবর দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

পড়াশোনা করেছেন শর্ষীণা আলিয়া থেকে, সেখানে আলিম পাশ করে চলে যান কলকাতা আলিয়া। সেখান থেকে ফাজিল-কামিল শেষ করেন এই মহান জ্ঞান-সাধক মুজাহিদ । আল্লাহ তাঁকে ক্ষমা করুন। তাঁর কাজগুলো কবুল করুন।

পঠিত : ৩৩৯ বার

মন্তব্য: ০