জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ
তারিখঃ ৭ অক্টোবর, ২০২২, ১১:২৩
জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ
১. সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
২. রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা
৩. অধিক পরিমাণে দুয়া করা। বিশেষ করে সলাতের আগে পরে, খুতবার সময় দুই খুতবার মাঝের সময় এবং বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুয়া করা।
তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গুনাহ থেকে বেচে থাকা, কারণ বড় স্থানে ছোট গুনাহ ও বড় হয়ে যায়। আর জুমু'আহর দিন বিশেষ মর্যাদাসম্পন্ন দিন।
রাসূল ﷺ বলেছেন,
যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
[সহিহ আত-তারগীব, হাদিস ৭৩৬]
[ভিডিও সংগ্রহীত]
মন্তব্য: ০