Alapon

আপনার জীবনসঙ্গী যদি ধার্মিক না হয় কী করবেন?



ইসলামী ধর্মতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো- আপনি কাউকে ভালবাসেন বলেই তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না। আল্লাহ তাঁর রাসূল (স)কে বলেন-اِنَّکَ لَا تَهۡدِیۡ مَنۡ اَحۡبَبۡتَ وَ لٰکِنَّ اللّٰهَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۚ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ - "নিশ্চয় তুমি যাকে ভালবাস তাকে তুমি হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন। আর হিদায়াতপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভাল জানেন।" (২৮:৫৬)

আপনি ধার্মিক হয়েছেন বলেই যে আপনার জীবনসঙ্গী ধার্মিক হয়ে যাবে, এমনটা হবে না।
প্রিয় ভাইয়েরা, আরেকটি ব্যাপার বুঝার চেষ্টা করুন। আপনার পার্টনারের অন্তর ধর্মের দিকে নরম করার সর্বোত্তম উপায় এটা নয় যে, তাকে লম্বা লেকচার দিবেন বা তার কঠোর সমালোচনা করবেন। সাধারণভাবে বলতে গেলে ঝগড়া করার মাধ্যমে, নোংরা ব্যবহার করার মাধ্যমে, তীব্র সমালোচনা করার মাধ্যমে তো কারো মন জয় করা যায় না। আপনার ভালোবাসার পাত্রের বা জীবন সঙ্গীরটা তো আরও অসম্ভব।

আপনাকে দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নিতে হবে। তাকে দেখান, ধর্ম পালন করার কারণে আপনার জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন এসেছে। তাকে দেখান, ধর্ম পালন করার কারণে আপনি এখন আগের চেয়ে উত্তম একজন মানুষ। তাকে দেখান, আপনি এখন আগের চেয়ে বেশি ভালবাসাময়, বেশি পরিপক্ব, বেশি সহানুভূতিশীল। আপনার কাজের মাধ্যমে ধার্মিক হওয়ার সৌন্দর্য প্রদর্শন করুন।

কঠোর বাক্যবাণে নয়, থ্রেটের মাধ্যমে নয় বা অসুন্দর আচরণের মাধ্যমে নয়।

- ড. ইয়াসির কাদি

পঠিত : ৮৭২ বার

মন্তব্য: ০