Alapon

অক্টোবরের ২৮ তারিখ



অক্টোবরের আটাশ তারিখ দু-হাজার ছয়
পল্টন থেকে বাংলাদেশ হায়েনার হত্যামঞ্চ;
দর্শক ট্যাক্সের টাকায় সংসার চালানো পুলিশ
অন্যপাশে নদীর স্রোত বদলে দেওয়া শপথের
জানবাজ খোদাভীরু কর্মীরা।

দুর্দান্ত-প্রতাপে স্বাধীনতার বুলি আওড়ানো
খুনের নেশায় মত্য আওয়ামী,১৪ দলীয় দস্যুদের,
আগমন,হুংকার লম্ফঝম্প;
আগ্নেয়াস্ত্র,হাতবোমা,লগি-বৈঠাসহ
নারকীয় কায়দায়,
নিরস্ত্র রাজনৈতিক সমাবেশে বর্বর হামলা;

উহুদের প্রান্তের যেন প্রত্যাগমন
আওয়ামী, ১৪ দলের হাজার হাজার
অস্ত্রধারী দস্যুর বিপরীতে ঘুটিকয়েক
নিরস্ত্র জানবাজ কর্মী।

পল্টন যেন ধৈর্যের অগ্নিপরীক্ষা
আত্মনির্ভরশীলতা, সুশৃঙ্খলতা
আর জ্বালিয়ে নেওয়া ঈমান

লগি-বৈঠা,বন্দুক-চাপাতি
বিপরীতে মানবঢাল, ইট-পাটকেল
কী রোমাঞ্চকর, অদ্ভুত শিহরণ!

এই যেন আরেক বদর
সারাদেশে ১৪ শহীদ,বদরের মত
অক্টোবরের ২৮ তারিখ
বেদনা ও বিজয়ের মহাকাব্য
হায়েনার লগি-বৈঠায় রক্তাক্ত শহীদের হাসি চিরঅম্লান।


[আজ সেই রক্তাক্ত ২৮ অক্টোবর। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দিন। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট তরতাজা ১৪ জন মানুষকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাসে মেতে উঠে। ]

পঠিত : ১১৮৫ বার

মন্তব্য: ২

২০২২-১০-২৯ ১৫:১৮

User
রেদওয়ান রাওয়াহা

মা শা আল্লাহ আবরার ভাই। আপনি অনেক দারুণ করে কবিতা লেখেন।????

submit

২০২২-১০-২৯ ১৯:৫১

User
Mohammad Abrar Jahin Chowdhury :

জাজাকাল্লাহ

submit