আয়নাকথন: ৫
তারিখঃ ৩১ অক্টোবর, ২০২২, ২০:৩০
সঙ্গবদ্ধ মৌমাছিরা নেই কোথাও! ভয়ের কী?
সারিসারি মাছিগুলো পাহারাতেও রেখেছি;
করলে বেশী নড়াচড়া পাখনাগুলোয় আঠা দেই!
কাতর হয়ে মধুর স্মৃতি এখন তাদের মনে নেই।
মাছির সুরে মৌমাছিরা স্তুতি গান গাইতো না;
মৌমাছিদের মধু-টধু পেটে আমার সইতো না;
ফুলের মধু এখন আনে আমার পোষা মাছিরা,
খুব করি পান নো টেনশন! পেটে গেছে সহিয়া।
আমার রাজ্যে আমিই রাজা, কে পারেরে মিটায় তা?
আমি যা দেই গলদকরণ চুপেচাপেই করে যা;
আমি আছি থাকবো হেথা নেই কোথাও ভয়ের ফাঁক,
বিদ্রোহ তাই করবেটা কে? ভেঙ্গে দিছি মধুর চাক।
--ওরে বোকা! মৌয়ের জাতি!
একটুও মৌ নেই কোথাও;
মধুর বসত গড়তে হলে মাছির রাজা আজ তাড়াও!
-
অজাত কবি

মন্তব্য: ০