Alapon

এলোমেলো ভাবনা

এখন ঘড়িতে সময় রাত ১২:২০। বিদ্যুতবিহীন এই ঘুটঘুটে অন্ধকারে মনটা এলোমেলো হয়ে আছে। নিজেকে গুছিয়ে নেয়ার এক প্রাণান্তকর চেষ্টায় ব্যর্থ সৈনিকের মতো পরাজয়ের গ্লানি ঘুচে নতুন করে জয়ের স্বপ্ন আকছি।
নিজেকে মনে হচ্ছে কোনো গহীন অরণ্যে পথ হারিয়েছি, রাতের অন্ধকারে জীবনের সব আশা ছেড়ে দিয়ে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি। পরক্ষণেই জেগে উঠছে বেচেঁ থাকার এক তীব্র বাসনা। হাত পা ছুড়ে অন্ধকারকে দূরে সরানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছি। তবু আমাকে বাঁচতে হবে। আলোর মশাল হয়ে এই অন্ধকার সমাজ পাড়ি দিতে হবে।

পঠিত : ১৬৩ বার

মন্তব্য: ০