Alapon

আয়নাকথন: ৬



দাদার কাছে বিনয় করে বলেছিলাম- ভাই!
দিদির ভালোর জন্য যেন একটু সাপোর্ট পাই।
দিদি হলো সোনালী মা সোনার ছেলে জন্মায়;
রুপা-তামার ছেলে পেলে ইচ্ছে মতো ধমকায়!

দাদা তোমার একটু দয়া,
নিখুঁত করে সোনার কায়া।
নইলে যে রং জ্বলে যাবে,
সোনার দেহ জং -এ খাবে!

-অজাত কবি

পঠিত : ৭৯৫ বার

মন্তব্য: ০