Alapon

আল্লাহ কি অতিমাত্রায় ক্ষমাশীল...?



আল্লাহ কি অতিমাত্রায় ক্ষমাশীল? হ্যাঁ। তাঁর নিকট তাওবা করলে কি তিনি ক্ষমা করবেন? হ্যাঁ। করবেন।

কিন্তু আপনাদের বুঝতে হবে দুই ধরণের মানুষ আছে। কেউ একজন এসে বললো, আমি যদি কাউকে খুন করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? উত্তর হলো- হ্যাঁ।
দ্বিতীয় এক ব্যক্তি এসে বললো, আমি যদি কাউকে খুন করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? উত্তর হলো- না।

তারা তো একই প্রশ্ন জিজ্ঞেস করলো। তাহলে একবার উত্তর 'হ্যাঁ' আরেকবার 'না' কেন?
কারণ, প্রথমজন ইতোমধ্যে এ কাজটা করে ফেলেছে। এখন, সে তাওবা করে ভালো হয়ে যেতে চায়। তার জন্য উত্তর হলো, হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন।

আর দ্বিতীয়জন এখনো এ কাজটা করেনি। তোমাকে ক্ষমা করা হবে না, কারণ তুমি প্ল্যান করে অন্যায়টা করতে চাও এবং তারপর তাওবা করতে চাও? তুমি কি পাপ করার দিন তারিখ ঠিক করে রেখেছো? এটা এভাবে কাজ করে না।

তাই, আমি যখন বলি, আল্লাহ জেনার গুনাহ ক্ষমা করেন। এটা শোনার পর শয়তান কোনো যুবক ছেলে/মেয়ের কাছে আসবে যে এটা এখনও করেনি। সে এসে বলবে, তুমি মসজিদে বসে দারস শুনছো যে আল্লাহ জেনাকারীকেও মাফ করে দিবেন। কোনো সমস্যা নেই। করে ফেলো।

কুরআনে আল্লাহ যখনি ক্ষমার কথা বলেছেন মানুষের অতীত পাপ ক্ষমা করার কথা বলেছেন। কখনো ভবিষ্যতের জন্য বলেননি। আর শয়তান এসে বলবে, আল্লাহর ক্ষমা তোমার ভবিষ্যতের পাপ নিয়ে; আর শয়তানের এই ওয়াদা মিথ্যা। "সমস্যা নেই। আল্লাহ মাফ করে দিবেন।" এই দিবেন এসেছে শয়তান থেকে।

এ বিষয়ে সাবধান থাকুন। বহু মানুষ শয়তানের এই ধোঁকায় ধরা খেয়ে যায়।

- নোমান আলী খান

পঠিত : ৩৩৩ বার

মন্তব্য: ০