Alapon

আয়নাকথন: ৭



সোনার মোরগ পাগল প্রায়, মুরগিগুলো কাঁপে;
মোরগগুলি লেজের দৈর্ঘ্য বারে বারে মাপে;
ব্যক্তিগত মুরগী আছে, পোষ মেনেছে খুব!
রাত্রীযাপন শান্তিতে হয়, পিনপতঃ নিশ্চুপ।

হঠাৎ করে মুরগীগুলো কক্বাক করে ওঠে!
মোরগ নাকি কামড় দিছে ঠিক বরাবর ঠোঁটে!
মোরগগুলো বিব্রত হয় ঠোঁটে কাপড় বাঁধে;
ভয়ে কাঁপে কখন মালিক চুলায় নিয়ে রাঁধে!

-অজাত কবি

পঠিত : ৪৩৩ বার

মন্তব্য: ০