Alapon

পথিক

সেই শুরু থেকেই একলা পথের পথিক
তবে উদ্দেশ্য হীন বা গন্তব্য হীন নয়

যতো বোঝা পড়া সব পথের মাঝেই
রয়েছে দিক ভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা
আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পথ
চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ

কর্দমাক্ত পিচ্ছিল পথে অসাবধান বসতঃ
পদচারণায় হতে পারে অপূরণীয় ক্ষতি

পঠিত : ২৬৭ বার

মন্তব্য: ০