Alapon

অদ্ভুত অংক

জীবন বড় অদ্ভুত এক অংক,
কষ্টের কথা ভেবে ভেবে-
হেসে উঠি দুঃখকে তাচ্ছিল্য করে।
ইচ্ছে করলেই ভালো থাকা যায় না
ভালো থাকতেও দেয়না- এ সমাজ
বড় গোলমেলে মৃগনাভির মাঝে
খুঁজে নেয় ছুঁচোর অমরিত সুঘ্রাণ।

আমার মনে এখন আর আমি -
কষ্টকে থাকতে দেয়না আগের মতো
যে কাজে লাভ নেই, তার পিছে
কে লেগে থাকে, বেকুবের দল যত

আমার মনের ঘরে ছোট্ট কুটিরে
খড়কুটো, এখন আর নেই কোন চান্স
আমি মনের রঙে জীবনের অংক
সাজিয়ে নিয়েছি, একলা পথের ধারে।

সব কিছু অন্ধের মতো দেখে দেখে
বোবার মতো প্রলাপ বকে যায়
এভাবে সাজিয়ে নিয়েছি তাই
না ভেবে জীবন পথে আছে যত বাঁক।

পঠিত : ১৮০ বার

মন্তব্য: ০