গাণিতিক সমাধান
তারিখঃ ২৩ নভেম্বর, ২০২২, ২২:০৪

জীবনের গাণিতিক সমাধন শিখেনিয়েছি
কারও মনে কষ্ট পাওয়াকে ভাবি না তাই
শিখে নিও জীবনের প্রতিটি বাঁকে বাঁকে
দেখবে সে এক অন্য রকম স্বাদ।
আচ্ছা যোগ বিয়োগ ভাগের সময়
ছাড় দিয়ে কি কোন সমাধন হয়
আতাত বা মিটমাট হয় সমাধন নয়।
যেখানে যতটুকু বিঁধবে বিঁধতে দাও
নতুবা সমাধান পাবেনা আতাত হবে
অথবা জোড়াতালি দিয়ে অংক হবেনা
হবে আঁকিবুঁকি জ্যামিতির জ্যা।
শিখেনিও মহামানবদের
জীবনের পাটি গণিত গুলো
সে এক অন্যরকম ভালোবাসা
কোন কষ্ট নেই সেখানে।
আমি শিখে নিয়েছি জীবনের অংক
তাই যোগ বিয়োগ গুনভাগে কার্পন্য
এখন আর হয়না, হয়ে ওঠে না।

মন্তব্য: ০