Alapon

যদি বয়স হয় আমার৷

রাস্তায় বন্ধুদের সাথে ব্যাস্ত হাইওয়েতে ছেলেমানুষি করে যাচ্ছি৷ বহুদিন পর নিজেকে একটু গুছিয়ে হাঁসছি৷ এই হাঁসি দেইখা নিজের খুব মায়া হচ্ছে৷ কি সব আবুলতাবুল বকে যাচ্ছি বন্ধুরা হাঁসছে৷ প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিচ্ছে৷ টকশোর তর্ক বির্তক চলছে না একদম চলছে সবার এক সাথে বেঁচে থাকার আন্দোলন আর উৎসব৷

বহুদিন পর আজ মন আর মস্তিষ্কে ভালো রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ একটানা নিশাচর চোঁখ খানা আকাশ দেখে না সময়ের সংকটের কারণে বহুদিন হলো৷পায়ের রাস্তা মাথার ↑ উপরে৷

আজ উপরে তাকিয়ে থাকবো বহুক্ষণ দাঁড়িয়ে অক্সিজেন নেবো শেষ রাতের৷ হাইওয়ে রাস্তাটা দেখে দানবীয় সব স্মৃতি মনে পড়ছে৷ একদিন রাত ৯ টায় ট্রাকের চাপায় পিস্ঠ হয়ে মগজ বেড়িয়ে পড়েছিলো এক মানবের৷ আমার দেখা এটাই সবচেয়ে শেষ এক্সিডেন ৷

এই এক্সিডেন দেখার পর থেকে আর কোনো এক্সিডেন দেখার সাহস হয়নি আমার ৷ সব ভুলে গেছি তারপর এই হাইওয়েতে মরেছে কত আত্মা৷ বাদ দেই এইসব কথা৷ সব হিসেবে ছাড়া গন্ডগোল৷

বলছিলাম খুব দ্রুত এইসব লেখা আর কথা বলা থেকে অবসরে যাবো৷ খুব দ্রুত চলে যাবো এইসব ছাঁইপাস লেখা ছেড়ে সমঝোতার একটা জীবনে৷ খুব দ্রুত ছাড়িয়ে মানিয়ে নেবো নিজেকে৷

পঠিত : ২৩৬ বার

মন্তব্য: ০