Alapon

আসবে ভোর

পৃথিবীর বুক জুড়ে আঁধারের চাষ—
মেঘে মেঘে ঢেকে গেছে খুনীন আকাশ।
নাবিকেরা দেখায় না আলো ভরা আশা
চারিদিকে শোনা যায় হতাশার ভাষা!

প্রতীক্ষা করে যায় কাশ্মীরি হুর
মন দিয়ে শুনবে সে বিজয়ের সুর
স্রোত আসে, চলে যায় ঝিলামের বুকে
দাঁড়ায় না কেউ আর স্রোতটাকে রুখে।
উইঘুর ঘিরে আজ নব ইতিহাস
হয়না যে সেথা ফের স্বপ্নের চাষ!

শতাব্দী কেটে যায়, দেখা যায় আলো
দূরে সরে যেতে থাকে বিদীর্ণ কালো।
স্বপ্নের চাষ করে আকসার বুক
ফিরে পেতে তার ছোঁয়া সবে উন্মুখ!

রাত কেটে ফের আসে প্রভাতের ঢেউ
বিপ্লব উদ্যোমে জাগে বুঝি কেউ!

শতাব্দী হেসে যায় এই উত্থানে—
শীতলতা আসে ফের সব প্রাণে প্রাণে,
হতাশেরা খুঁজে পায় জীবনের মানে
জেগে উঠে উদ্যোমে জোয়ারের গানে।

তীব্রতা খুঁজে পায় কাবুলের প্রেম—
হেরাতের সু-বাতাস কত মোলায়েম।

আঁধারের বুক মাঝে ডুব দেয় যারা,
পেছনের দড়জায় সুখ খোঁজে তারা।
পায়না যে খুঁজে ফিরে ঠিক তার দেখা
হতাশায় ঘিরে থাকে জীবনের রেখা।

তুমি জাগো ফের ভেঙে আছে যত ঘোর
তিমিরের বুক চিরে আসবে যে ভোর।

পঠিত : ২৬৭ বার

মন্তব্য: ০