Alapon

রাজপথ আমাকে ডাকে

রাজপথ আমাকে ডাকে
রাজার রাঙা চোখ আমাকে শঙ্কিত করে
শঙ্কিত আমি, শঙ্কিত আমার কলম
আমার উপর ভর করেছে
তোষামোদের ভূত।
রাজপথ আমাকে ডাকে
গ্লানি ও হতাশার স্তুপ থেকে
জীর্ণ মানবতার করুণ হাতছানি
আমাকে ডাকে
মিছিলের ম্রিয়মাণ স্লোগান আমাকে ডাকে
সুবিধাবাদের হলুদ আবরণে আবৃত আমি
আগ্নেয়গিরির সমস্ত উচ্ছ্বাস-উত্তাপ
নির্জীব দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে
আমি কবিতা লিখি
শুধু কামনার মোহে আচ্ছন্ন কবিতা
কবিতা জুড়ে শুধু নিষিদ্ধ চুম্বনের শিহরণ
অথবা মধুর প্রলেপে মিষ্টি তোষামোদ
আমি মিছিলে যাই
হাহাকার ও ধূসরতায় আনন্দ মিছিলে
আমি স্লোগান দেই
আমার বিক্রিত কণ্ঠে খুশি করার প্রবণতা
আমি রাজপথে যাই
অসুরের শক্তি হয়ে
রক্তের নেশায় বুদ হয়ে
জালেমের প্রতিনিধি হয়ে
আমি দ্রোহের আগুনে নৃত্য করি
আমার বিকৃত দ্রোহে ফুটে উঠে
পিশাচের অবয়ব।
রাজপথ আমাকে ডাকে
জীয়ন্ত লাশের সংক্রমণে
আক্রান্ত আমি।
ভয়, তোষামোদ আর সুবিধাবাদের শরাবে
নিভে গেছে বিদ্রোহী ড্রাগনের অগ্নি হুঙ্কার।

পঠিত : ২২২ বার

মন্তব্য: ০