Alapon

যদি তুমি জানতে

তুমি প্রেমে পড়ো
যে প্রেম মরিচীকাময়
তোমার ঠুনকো প্রেম
তোমাকে অঝোরে কাঁদায়
তোমার নিষিদ্ধ আবেগ তোমাকে প্রতারিত করে
তুমি পরে যাও এক গহীন অন্ধকার কুয়ায়।
তুমি তখন ভাব,
তোমার ফিরে আসার কোনো পথ নেই
তোমার চোখে হতাশার পর্দা পরে
কুহেলিকার বিচ্ছেদ তোমাকে কাঁদায়
তুমি মনে করো, যেন সমস্ত বিদীর্ণতা
তোমাকে এফোঁড় ওফোঁড় করে দেয়
তোমার মূল্যবান অশ্রুজল তুমি অপচয় করো
উদ্দ্যেশহীন অবহেলার বিরহে।
অনিমেষ আঁধারে বসে থেকে
তুমি অপেক্ষা করো,
নিজেকে কষ্ট দাও,
তুমি অনুভব করো চোরাবালিতে হারিয়ে যাওয়ার
অসম্ভব তাড়না,
নিষিদ্ধ শিরাজীর ঘোরে দুঃখবিলাসে ভেসে যাও,
অতঃপর নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও করো।
আফসোস! যদি তুমি জানতে
তোমার এই প্রেমের তাড়না
শুধু ভ্রমের মায়াজাল,
তোমার এই প্রেম
শুধুই অহেতুক।
আফসোস! যদি তুমি জানতে,
তুমি প্রেমিক নও
তুমি মরীচিকার প্রলোভনে বিমুগ্ধ আহাম্মক
আফসোস! যদি তুমি জানতে,
তোমার অশ্রু কত মূল্যবান
হায় আফসোস!
এই নশ্বর অভিলাষ তোমাকে পথভ্রষ্ট করছে
যদি তুমি তা জানতে।
আফসোস! যদি তুমি
তোমার রবের প্রেমে পড়তে
তবে অনন্তের সীমানাও
তোমার প্রাপ্তির জন্য কম হয়ে যেতো।

পঠিত : ২২৭ বার

মন্তব্য: ০