Alapon

কতটা সমৃদ্ধ ছিলো শাহী বাঙ্গালা ?




সালতানাত-ই বাঙ্গালাহ্ ছিলো তৎকালীন বিশ্বের অন্যতম ধনী সাম্রাজ্য , তার মুদ্রামান ছিলো বিশ্বের অধিকাংশ সাম্রাজ্যর মুদ্রার মান অপেক্ষা বেশি।
শাহী বাঙ্গালার মুদ্রামানকে বর্তমান সময়ের ব্রিটিশ পাউন্ডের সাথে তুলনা করা যায়। বর্তমান মুদ্রার ক্ষেত্রে পাউন্ডের সমৃদ্ধি যতটুকু সেযুগে বাংলার মুদ্রার ক্ষমতা ছিলো ঠিক সেরকম।
তৎকালীন বিশ্বের অধিকাংশ বিখ্যাত সাম্রাজ্যের মুদ্রামানই বাংলার মুদ্রামানের তুলনায় কম ছিল..।

০১. হিন্দুস্তানের ২ দিনার (স্বর্ণমুদ্রা)= ১ বাঙ্গালি স্বর্ণমুদ্রা...
মিশরের মামলুক সাম্রাজ্যের ২ স্বর্ণমুদ্রা ছিলো হিন্দুস্তানের ১টি স্বর্ণমুদ্রা। সুতরাং, মিশরের ৪ দিনার ছিলো ১ বাঙ্গালি স্বর্ণমুদ্রার সমতুল্য।
২.মিশরের ৪ স্বর্ণমুদ্রা = ১ বাঙ্গালী মোহর
৩. মরক্কোর ৮ রৌপ্যমুদ্রা = বাংলার ১ রৌপ্যমুদ্রা
৪. মরক্কোর ৫ স্বর্ণমুদ্রা = ১ বাঙ্গালী স্বর্ণমোহর
৫. ২০ ওসমানি স্বর্ণমুদ্রা = ১ বাঙ্গালী স্বর্ণমুদ্রা
৬. ৪০ পর্তুগিজ রিয়াল= ১ বাঙ্গালী স্বর্ণমুদ্রা
---- ------------ -------- ------------------------
মামলুক সালতানাত ছিলো পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার সবচাইতে ধনী ও শক্তিশালী সাম্রাজ্য। মরক্কো ছিলো পশ্চিম আফ্রিকার অন্যতম ধনী রাজ্য। উসমানিয় সাম্রাজ্য তখন রুমেলিয়া-আনাতোলিয়া অঞ্চলের সবচাইতে ধনী ও শক্তিশালী রাজ্য ছিলো । আর পর্তুগাল ছিলো তৎকালীন ইউরোপের শ্রেষ্ঠ নৌশক্তিধর রাজ্য। এদের সবার চাইতে আমাদের মুদ্রামান বেশি ছিলো। এটাই প্রমাণ করে যে- বাংলা কি ছিলো।

সুলতান সুলেমান দ্যা ম্যাগনিফিসেন্টের শাসনামলেও ওসমানিয় মুদ্রার মানের চাইতে বাংলার রৌপ্যমুদ্রা- টংকার মান ছিলো বেশি।
এই ছিলো বাংলা, আমাদের বাংলা....
মহানদী গঙ্গা একদিন পলি ফেলে গড়ে তুলেছিলো বিশ্বের উর্বরতম ব-দ্বীপ, গঙ্গার তীরেই গড়ে উঠেছিলো তিলোত্তমা গৌড় - যার তুলনা ভূ-ভারতে দিল্লি ছাড়া আর কেউ না।
আজ সবই গর্বের অতীত
শাহী বাঙ্গালা, শাহী সময়....!!


তথ্যসূত্র-

(১) কিতাবুল রিহালা - ইবনে বতুতা

(২) "Liuro m que da relacao do que viu e ouviu no Oriente". (English Translation)

(৩) দ্যা রাইজ অব ইসলাম এন্ড দ্যা বেঙ্গল ফ্রন্টিয়ার- রিচার্ড ইটন ম্যাক্সওয়েল
( ছবি- 'SISB Foundation')

পঠিত : ২৬৩ বার

মন্তব্য: ০