Alapon

শান্তির প্রচলিত ফর্মুলা

অবিশ্বাস-
মানুষকে করছে বিক্ষিপ্ত
প্রবৃত্তিকে করছে অশান্ত
আত্মাকে করেছে অতৃপ্ত, কুলষিত এবং পরাধীন।
'প্রগতি'র উদ্ভট সংজ্ঞায়ণ
হৃদয়কে করেছে ক্ষমতাহীন
মূল্যবোধকে করেছে সূচকহীন
বোধকে করেছে মূল্যহীন
জীবনকে করেছে দূর্বোধ্য।
ভ্রান্ত বিবর্তনবাদ ও বিশ্বযুদ্ধ
প্রতীচ্যের বিক্ষপ্ত উম্মাদ মনেরই বহিঃপ্রকাশ
যাদের অভিজাত ঘরেই
মতে মতে দ্বন্দের ছড়াছড়ি
চিন্তার জগতে যারা নিজেরাই উদ্ভাস্তু
তারা কি করে মানব সমাজকে
শান্তির ফর্মুলা দিতে পারে?

পঠিত : ২৪৫ বার

মন্তব্য: ০