ক্যলিগ্রাফির ধারা
তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২২, ১৩:০৮
বর্তমানে ক্যলিগ্রাফির মাঝে দুটি ধারা প্রচলিত আছে—
১.ট্রেডিশনাল ধারা
২.পেইন্টিং ধারা
মুসলিম সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়,ট্রেডিশনাল ধারাতে তারা বেশি কাজ করেছে।এ ধারাতে অক্ষরকে আর্টের মূল সাবজেক্ট ধরে কাজ করা হয়।কেবল অক্ষরকে সুন্দর করার কাজটি করা হতো।
আবার স্থাপত্যের দিকে তাকালে আমরা দেখতে পাই,মুসলিম সভ্যতায় স্থাপত্যগুলোতে একটু ব্যতিক্রমি ধারায় কাজ করেছে।
ক্যলিগ্রাফি,তেজহিব(ইসলামি ইলুমিনেশন),আর জিওমেট্রি তিনটার সমন্বয়ে কাজ করেছে।তবে শেষের দুইটা ব্যবহৃত হতো ক্যলিগ্রাফির কিংবা সতন্ত্র কিছুর মেটাফোর কিছু বুঝানোর জন্য।
পেইন্টিংয়ের ধারনাটি এসেছে আধুনিক যুগে।পেইন্টিং আর অক্ষর দুইটাই এখানে মূখ্য বিষয়।পেইন্টিং দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়।তার উপর অক্ষরের কারুকাজ আর্টের সৌন্দর্যকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়।
বি.দ্র- সংযুক্ত ছবির আর্টিস্ট— মাহবুব মুর্শিদ
মন্তব্য: ১