Alapon

গন্তব্য

কালের আবর্তনে একদিন সবকিছু মুছে যাবে
নতুন দিনের আগমনে
আজকের বর্তমান হয়ে যাবে
সুদূর অতীত
কাল হয়ে যাবে মহাকাল
কালান্তেরর এই মহাপরিক্রমা
সময় সৃষ্টির শুরু থেকেই চলমান
আজকের সভ্যতা
আগামীর প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু কিংবা রূপকথা।
পাথুরে রাস্তায় তবুও
পদচিহ্ন থেকে যায়
সবাই বলে “কালজয়ী”
আসলে কি তাই?
যুগের আবর্তন ও জগতের পরির্বতন
এদুটো ভিন্ন বিষয়।
জগতের পরির্বতনে
ভেঙে যাবে সকল দম্ভ
মুছে যাবে
সীসার কালিতে লেখা সকল দৃশ্যপট
জগৎ পরিবর্তনের সন্ধিক্ষণে
দাঁড়িয়ে সবাই
আমি,তুমি,সে, পৃথিবী এবং এই মহাবিশ্ব
কালের মহাযাত্রা মহাকালের দিকেই।

পঠিত : ১৮৯ বার

মন্তব্য: ০