Alapon

হাদিসটি পড়ে সত্যিই আশ্চার্য হবেন



আশ্চর্যজনক একটা হাদিস। কেবল একটা হাদিস থেকেই অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা হাদিসটি পড়ে আসি।

আলী ইবনু আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাত যখন ১৫ টি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসিবত এসে পড়বে। প্রশ্ন করা হল ইয়া রাসুলাল্লাহ! সেগুলো কী কী? তখন তিনি বললেন :

১. যখন গানীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে।

২. আমানাত লুটের মালে পরিণত হবে।

৩. যাকাত জরিমানা রূপে গণ্য হবে।

৪. পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে।

৫. এবং মায়ের অবাধ্য হবে।

৬. বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে।

৭. কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে।

৮. মসজিদে শোরগোল করা হবে।

৯. সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা।

১০. কোনো লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে।

১১. মদ পান করা হবে।

১২. রেশমী বস্ত্র পরিধান করা হবে।

১৩. নর্তকী ও গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে।

১৪. বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে।

১৫. এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে। তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে। (জামে' আত-তিরমিজি : ২২১০)

হাদিসে উল্লেখিত প্রায় সবকিছুই এখন মুসলিম সমাজে বানের জোয়ারের ন্যায় প্রবেশ করছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। সর্বপ্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুন। আ-মী-ন!

পঠিত : ৩২৯ বার

মন্তব্য: ০