সফলতা আসলে কী?
তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৩, ০১:২৮
মানুষ হওয়ার থেকেও পয়সাওয়ালা হওয়াটাকে সফলতা ভাবি আমরা।
সমাজ,দেশ এবং দেশের মানুষ এটাই শিখিয়ে এসেছে আমাদের।
যার পয়সা যত বেশি, তার সুখ তত বেশি।
সকালে উঠে ভালো নাশতা না খেতে পারলে তুমি গরীব।
নিজের প্রাইভেট গাড়ীতে না চড়তে পারলে তুমি গরীব।
দামী ব্র্যান্ডেড জামা না পরলে তুমি গরীব।
ব্যয়বহুল চাইনিজে ডিনার না করলে তুমি গরীব।
পৃথিবীর বেশির ভাগ টাকাওয়ালাই সফল, তবে ব্যর্থ সফল।
ব্যক্তিজীবনে তারাই সবচেয়ে বেশি দুঃখে থাকে। সবচেয়ে বড় কথা, রাতে ঘুম আসে না, ঘুমাতেই পারে না টাকাওয়ালা নামধারী সফলেরা।
মন্তব্য: ০