পৃথিবী বদলে যায়, সময়ের সাথে মানুষকেও বদলাতে হয় - আতাউর সুষ্ময়
তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৩, ১৬:৩২
স্কুলে ক্লাস শুরুর আগে পিটিতে দাঁড়ালে মাঝেমধ্যে মাথা ঘুরিয়ে পরে যাওয়ার ভান করতাম। আর কিছু বন্ধু কোলে তুলে নিয়ে ক্লাসরুমে নিয়ে যেতো। সেই বন্ধুগুলোর নাম মনে পরছে না সঠিক ভাবে।
কলেজে যখন নতুন প্রেম শুরু করি। সারাদিন-রাত ফোনে কথা বলতাম প্রেমিকার সাথে, কথা ছিল আজীবন একসাথে থাকবো। ৫ বছর পরে ঠিকই ফাটল ধরলো।
কলেজ থেকে ভার্সিটি পর্যন্ত যে বন্ধুগুলোর সাথে রাতের ১টা পর্যন্ত আড্ডা দিয়ে মায়ের বকা খেয়ে বাসায় ঢুকতাম। সেই বন্ধুগুলোর সাথেও কথা হয়না অনেকদিন।
এক বন্ধু বিদেশ চলে যাবে। ফ্লাইটের আগের দিন জড়িয়ে ধরে হাসিমুখে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে বাসায় ঢুকেছিলাম। ভেবেছিলাম, তাকে ছাড়া আড্ডা দিব কীভাবে। দিব্যি এখনো আড্ডা চলে, কিন্তু আড্ডার মাঝে ঐ বন্ধুটার নাম কেউই নেয় না, অনেক দিন।
যেই গানটাকে লাইফলাইন ভেবে দিন রাত শুনতাম। সেই গানটা এখন শুনলে বিরক্তি লাগে, আর মনে হয় আগে কতটাই না বোকা ছিলাম।
মা'কে ছেড়ে যে একরাতো কোথাও থাকতে পারতো না। সেই ছেলেটা ইউরোপের নাগরিকত্ব পেয়ে মা'কে দেখতে আসে না যুগের পর যুগ।
এটাই পৃথিবীর নিয়ম। সব কিছুই বদলে যায়। যে বলে বদলাবে না, সে মিথ্যাচার করছে। আজ আপনাকে ছাড়া যে কাজগুলো হয়'ই না। আপনি পৃথিবী থেকে বিদায় নিলে কিছুদিন পর সেই কাজগুলো দিব্যি চলবে আগের মত।
মন্তব্য: ০