আয়নাকথন: ৯
তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৩, ২১:৩৫
এলোমেলো ঘুরেফিরে
ওদের যারাই জন্ম নেয়,
এই সমাজে তারাই নাকি
উচ্চমানের গল্প কয়!
শিখায় যত শিষ্টাচারি
বাস্তবতায় সব ফাঁকা,
হেথায়-সেথায় ভবঘুরে
অশ্লীলতার রঙ মাখা।
পোশাক যদি স্বাধীনতা!
বোরকা পরলে ক্ষতি কী?
খোলামেলায় মজা লাগে!
হিজাবে সব চুলকানি!
চুলায়-মাঞ্জা, চুলায়-মাথা,
নাম হলো তার জ্ঞানজীবি;
আসলেতো নয় সেক্যুলার
ইসলামেতেই সব ভীতি।
-
অজাত কবি

মন্তব্য: ০