Alapon

eCommerce Site

বর্তমানে বিশ্বে e Commerce Business কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয় তা কিছু পরিসংখ্যান দিলেই সহজে বুঝা যাবে। e Commerce ব্যবসার দিক দিয়ে সবচেয়ে অগ্রগামী চীন তারপরে আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড় দশটি eCommerce Site এর তিনটি হলো চীনের এবং এই তিনটি সাইটের সম্মিলিত মাসিক ইউনিক ভিজিটরের সংখ্যা হচ্ছে ৮১,২৭,৫০,২৫৬ আর আমেরিকার ৩ টি সাইটের সম্মিলিত মাসিক ইউনিক ভিজিটরের সংখ্যা হচ্ছে ৮৯,০৩,৩৪,৮৭৮। তবে ই-কমার্স  সাইটে টাকার অঙ্কে ব্যবসার দিক দিয়ে গত বছর চীনের অর্জন ৬৭২ বিলিয়ন ডলার আর আমেরিকার অর্জন হচ্ছে ৩৪৯ বিলিয়ন ডলার।

ই-কমার্সের ইতিহাস

eCommerce পরিষেবা অথবা পণ্য  ক্রয় এবং বিক্রয়কে ইলেকট্রনিক চ্যানেলগুলির মাধ্যমে ইন্টারনেটে উল্লেখ করে। ১৯৬০ সালের দিকে ইলেকট্রনিক ডাটা বিনিময় (ইডিআই) মাধ্যমে ই-কমার্সের প্রথম প্রকাশ ঘটে। ১৯৯০ এর দশকে এবং ২000 সালের প্রথম দিকে ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধি এবং অনলাইন বিক্রেতার আবির্ভাবের মধ্য দিয়ে এর জনপ্রিয়তা বাড়ে। ১৯৯৫ সালে জেফ বেজোসের গ্যারেজে আমাজন একটি বইয়ের শিপিং ব্যবসা শুরু করে। EBay, তার ভোক্তাদের একে অপরের কাছে পণ্য বিক্রি করতে সহায়তা করার মাধ্যমে ১৯৯৫ সালে অনলাইন নিলাম চালু করে যা ১৯৯৭ সালে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে।

বাংলাদেশের জনপ্রিয় কিছু eCommerce Site

(Ref: http://sunshine.com.bd/bangladeshi-ecommerce-site/)

পঠিত : ১১৬২ বার

মন্তব্য: ০