কবিতাঃ মা
তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৩, ১৫:৫৮
মায়ের মতো মুগ্ধ হাসি
হাসতে পারে কে?
মায়ের মতো আমার কষ্টে
কাঁদতে পারে কে? ????
সব ভয় চলে যায় মা,
তোমার আঁচলের ছায়ায়,
তোমার মুখে তাকালে মা
মনটা খুশীতে ভরে যায়। ????
তোমার নয়নে অশ্রু ঝরলে
আমি দিশাহারা হয়ে পরি,
তোমার জন্য দিতে পারি
সাত সমুদ্র পাড়ি। ????
কোন ভুলের শাস্তি দিতে মা
তুমি ওপাড়ে চলে গেলে?
তোমার সেই বাবা ডাক
আজও ভেসে আসে বাতাসে।????
গভীর রাতে যখন ঘরে ফিরি
তাকাই ডাইনিং টেবিলের দিকে,
এই বুঝি তুমি খাবার নিয়ে
বসে আছো আমার অপেক্ষাতে।
নিত্যদিনের মতো ঘুম থেকে উঠে
শুয়ে থাকি এমনি ইচ্ছে করে,
মনে করি মা,তুমি আমায় ডাকবে
"উঠে পর,বাবা" বলে।
সাড়ে তিন হাত মাটির নিচে
ঘুমিয়ে আছো তুমি,
আমার ডাকে তোমার ঘুম
ভাঙবে না আমি জানি।
সত্য সদা সত্যই থাকে
সত্য হয় না মিথ্যে,
চিৎকার করে ডাকলে ও তোমায়
পারবে না আর সাড়া দিতে।
শত কান্না হাসির স্মৃতিপাতাতে
বেঁচে আছো তুমি মা,
চাইলে ও তোমার স্মৃতিচিহ্নকে
মুছে ফেলতে পারি না।
মাত্র কয়েক দিন ধরে দেখি না তোমায়
তাতেই এতো হাহাকার।
তবে সারাটি জীবন তোমায় ছাড়া
কি করে আশা রাখি সুখে থাকার?
তুমি বলতে না আমায় নামাজ পড়তে?
আমি যে শুনতাম না তোমার কথা।
এখন যে আমি পাক্কা নামাজী
তুমি একবার দেখে যাবে না?
লেখাঃ
জোনায়েদ ইসলাম অনিক
মন্তব্য: ০