Alapon

ছাত্রশিবিরছাত্রশিবির, নদীর স্রোত বদলে দেয়ার পথিকৃৎ,
জলন্ত স্ফুলিঙ্গ প্রজ্জ্বলিত করে চতুর্দিক
ডেকেফিরে সত্যের পাশে দাড়াতে
ন্যায়বিচার প্রতিষ্ঠার সাথী হতে

গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্তে
ছুটেচলে অবিরাম দূর্বার গতিতে
নতুন দিনের শপথে শক্তি নিয়ে মুষ্টিতে
বুকচিতিয়ে রয় শত বাধা বিপত্তিতে
শীত, বসন্তে না ঝিমিয়ে
ন্যায়ের আওয়াজ তোলে তাকবিরে
কল্যাণ রাষ্ট্রের ফিকিরে

সাম্য,ন্যায়বিচার, স্বাধীনতার দাবীতে
ছুটে চলে মিছিলে,সিসাঢালা সে প্রাচীর
যায়না রোখা বুলেটে।
উন্নত সে চরিত্রে, স্বপ্ন নিয়ে বুকেতে
বিলায় জীবন মুহুর্তেই।

এসো তবে সাথী হই মিছিলের
গড়ে তুলি স্বপ্নের বাংলাদেশ
সুখ-শান্তি সমৃদ্ধিতে,
নীরবতা কোলাহলের সে মিলন
হবেই হবেই যদি সাথী হও মিছিলের।

পঠিত : ৪০৮ বার

মন্তব্য: ০