Alapon

ফেরার ইশতেহার

আকসা,
প্রিয়তমা আমার,
তোমার দেহ ক্ষত বিক্ষত হলেই,
আমার হৃদয় থেকে অঝোরে রক্ত ঝরে।
তোমার বুক পদদলিত হলে,
প্রতিটি বুটের আঘাত আমার সিনায় লাগে।
তীব্র যাতনায় ভেঙ্গে যায় পাজরের হাড়।

শব্দিক অর্থে তুমি দূর হলেও রয়েছো খুব কাছে।
হিংস্র আচড়ে তোমার দেহ আমি নীল দেখেছি,
অন্তকর্ণ দিয়ে শুনেছি আর্তচিৎকার।
তোমার দেহের প্রতিটি ধূলিকণাও ইতিহাসে মোড়ানো,
বুকে রয়েছে অজস্র নবীর পদচিহ্ন,
তোমার আদি থেকে অন্ত সবটা আমার জানা।
তবু তোমাতে সিজদা করতে মানা!

প্রিয়তমা,একটু সবর করো
ফিরে আসবে আবার সুহাসিনী ভোর,
যুগের মুয়াজ্জিনেরা,
মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর দিয়ে লিখেছে-
একটি শব্দ 'বিপ্লব'।

পঠিত : ২৬০ বার

মন্তব্য: ০