Alapon

আমরা এতো বেশি পূণ্যের কাজ করতে চাই কেন...?



ধরুন, আমি একটি পাপ করেছি। আমি কারো মনে কষ্ট দিয়েছি। ফলে এটা ঐ ব্যক্তির উপর প্রভাবে ফেলেছে এবং তার আশে পাশের মানুষজনও এর কারণে প্রভাবিত হয়েছে। অথবা, কোনো একটা ভালো কাজ সে করতে পারত কিন্তু মন খারাপ থাকার কারণে করেনি।

তাহলে দেখা যাচ্ছে, আমার অন্যায়ের কারণে একটি চেইন রিয়্যাকশন হয়ে গেলো। আমার কাজটি শুধু একটি জীবনে প্রভাবে ফেলেনি, এটি আরো বহু সংখ্যক জীবনকে প্রভাবিত করেছে নেতিবাচকভাবে।

কিয়ামতের দিন আমি দেখবো আমার একটি পাপ আরো কত ঘটনার সাথে যুক্ত হয়ে আছে। যা আমি ভাবতেও পারিনি। আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমি বুঝতেও পারিনি যে কত ক্ষতি আমি করে ফেলেছি।

"ওয়াও! এটা তো বিশাল ক্ষতি! কি দিয়ে এর ক্ষতিপূরণ করবো!"
তাহলে, আমি আমার পাপকে একটি ছোট্ট ভুল হিসেবে দেখি না। আমি জানি, এর রয়েছে বহুমুখী প্রভাব।

আর তাই এখনই, দুনিয়াতে থাকতেই আমি এমনসব ভালো ভালো কাজ করে যেতে চাই যার রয়েছে বহুমুখী ইতিবাচক প্রভাব। যেন কিয়ামতের দিন আমার পাপগুলোর বহুমুখী প্রভাবের ক্ষতিপূরণ করা যায়।

এজন্যই আমরা এমনসব পুণ্যের কাজ করার জন্য এতবেশি অনুপ্রাণিত যেগুলো আমাদের মৃত্যুর পরেও টিকে থাকবে।

- নোমান আলী খানের আলোচনা অবলম্বনে

পঠিত : ২০১ বার

মন্তব্য: ০