Alapon

মানুষকে পরীক্ষা এবং দুনিয়ার জীবনে বিপদের উদ্দেশ্য...



সমস্ত পরীক্ষা এবং বিপদের উদ্দেশ্য হলো, আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। আপনি যদি ধর্মবিমুখ একটি জীবন অতিবাহিত করে থাকেন, এখন এই দুর্যোগের কারণে ধর্মের দিকে ফিরে এসেছেন, তাহলে এমনটি ভেবে দুঃখ পাবেন না যে, "আমার তো এমনিতেই ধার্মিক হওয়া উচিত ছিল, এখন এই দুর্যোগ দেখে আমি ধার্মিক হয়ে উঠেছি। আমার এই প্রত্যাবর্তনের কি কোনো দাম আছে?"

আমি আপনাদের বলছি, এই সমস্ত বিপদ-আপদ এবং দুর্যোগের উদ্দেশ্যই হলো আপনার ভেতরের সুপ্ত ঈমানকে জাগ্রত করা।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দুর্যোগ দেখে আপনি যদি এখন ধার্মিক হয়ে উঠার প্রয়োজনীয়তা অনুভব করেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে চান এবং এখনই ভালো মুসলিম হওয়ার একটি তাড়না যদি আপনার মাঝে কাজ করে - এর মানে কী জানেন? এর মানে আপনার অন্তরের অন্তস্থলে সবসময় ঈমান বর্তমান ছিল। তাই এখন সেই ঈমান জাগ্রত হয়ে উঠেছে। আর এটাই এই ধরণের বিপদ-আপদের উদ্দেশ্য, আপনার ভেতরের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে তোলা।

এখন এই ঈমানকে বেড়ে উঠার সুযোগ করে দিন, বিকশিত করে তুলুন। এবং আল্লাহর কাছে দুআ করতে থাকুন, আল্লাহ যেন আমাকে আপনাকে, আমাদের আত্মীয়-স্বজন সবাইকে এই দুর্যোগ থেকে রক্ষা করেন।

[শায়েখ ইয়াসির কাদি]

পঠিত : ১৭৭ বার

মন্তব্য: ০