এবনে গোলাম সামাদ স্মরণে ওয়েবসাইট www.agsamad.com
তারিখঃ ২৬ মার্চ, ২০২৩, ০৬:০৮
অধ্যাপক ডঃ এবনে গোলাম সামাদ আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু রেখে গেছেন তার নব্বোর্ধ দীর্ঘ জীবনের অন্তত ৬০ বছরের কর্ম-তৎপরতা। সেখানে রয়েছে তর্ক-বিতর্ক, মত-দ্বিমত, ইতিহাসের ভিন্ন পাঠ, বিজ্ঞান চর্চা কিংবা নৃতত্ত্বীয় দৃষ্টিভঙ্গির বিরল সমাহার। চিন্তার দুনিয়ায় এই অবদানের সম্মাননা স্বরুপ তার আজীবনের তৎপরতাকে অনলাইন দুনিয়ায় আরো বেশি উন্মুক্ত করার নিয়তে www.agsamad.com এর অবতারণা। আমরা বিশ্বাস করি, একটি জাতি নিছক অন্ধ অনুসরণ নয়, এগিয়ে যেতে পারে তার সময় এবং সমকালীন নানামূখী চিন্তা-কাজগুলোর পাঠ, চর্চা, পর্যালোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে। তাই আমাদের প্রত্যাশা বহুমুখী চিন্তা-সমৃদ্ধ এবনে গোলাম সামাদকেও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একইভাবে আলোচনা-সমালোচনার সাথে পাঠ করে বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হওয়ার কাজটি আদায় হয়। সে উদ্দেশ্যে আমরা এই ওয়েবসাইটে এবনে গোলাম সামাদের সকল কাজকে একত্রিত করে উন্মুক্ত করার পাশাপাশি তার ব্যক্তি-জীবনের উপরেও আলো ফেলতে চাই। কেননা, আমরা মনে করি ব্যক্তির চিন্তা-দর্শন তার যাপিত জীবন ও পারিপার্শ্বিকতা থেকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো বস্তু নয়। সে লক্ষ্যে

এই ওয়েবসাইটে তার ব্যক্তি-জীবন সংক্রান্ত ফটো-স্মৃতিচারণ- পাঠানো চিঠি এগুলোকে সংরক্ষণ করার উদ্যোগ রয়েছে। সুতরাং সকলের বহুমাত্রিক সহযোগিতা ছাড়া এই উদ্যোগটি বাস্তবায়ন করা বেশ কঠিন। যোগাযোগের ইমেইলঃ
[email protected]

মন্তব্য: ০