Alapon

এটাই আমার পথ

ইসলামের আলোকে পথ চলা আমার জীবন সাধনা।আমি নিজেকে ধন্য মনে করি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে।পৃথিবীতে যখন আমার শুভাগমন হয় তখন আমার পরিবার ও কল্যাণকামীরা আমাকে সুর-ছন্দের মোহনায় আযান আর আকামতের মাধ্যমে এ ধরায় বরণ করে নেয়।তখন থেকেই আমি মুসলিম উপাধিতে ভূষিত হলাম।এখন আমি বোধ করি ঐ আজান আর আকামত ছিলো ভূপৃষ্টে আমার আগমন উপলক্ষ্যে এক নবীন-বরণ অনুষ্টান।বরং মুসলিম হিসেবে আমার শ্রেষ্টত্বের স্বীকৃতি জানিয়ে অনন্য সংবর্ধনা।কাজেই যে মহান জীবন-বিধানের সুবাদে আমাকে এমন মর্যাদা দেয়া হলো সে বিধান আর আদর্শই যদি জীবনে চলার পথে চালিকা শক্তি না হয় তবে তো সৃষ্টির সেরা জীব হিসেবে আমার জন্মের সার্থকতাই আর থাকলো না।তাই আমি বলি "নিঃসন্দেহে আমার প্রার্থনা,ত্যাগ-তিতিক্ষা,জীবন পরিক্রমা আর মৃত্যু অভিমুখে অগ্রসর হওয়া সবই বিশ্বপ্রভূ মহান আল্লাহর জন্য উৎসর্গিত"।(সূরা আনআম-১৬২)।
,,,,,,,,{২০১৩ সাল,,,ডায়েরির ভাঁজে লোকানো}
Ibn E Ambia

পঠিত : ২২৪ বার

মন্তব্য: ০