Alapon

বুক রিভিউ: ওমর তিলমেসানী ও ইখওয়ান

মুহতারাম ওমর তিলমেসানী ইখওয়ানুল মুসলিমুনের তৃতীয় মুর্শিদে আম। মানে ইখওয়ানুল মুসলিমুনের প্রতিষ্ঠাতা শহীদ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ এর পরে দ্বিতীয় মুর্শিদে আম ছিলেন হাসান আল হুদাইবি তার ইন্তেকালেন পরে তৃতীয় মুর্শিদে আম নির্বাচিত হন ”ওমর তিলমেসানী”। তিনি মিসরের এক খ্যাতনামা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, পেশাগত ভাবে একজন আইনজীবী। সমকালীন ইতিহাসে তার সুনাম ও মর্যদা নতুন করে পরিচয় করিয়ে দেয়ার অপেক্ষা রাখে না। ইখওয়ানের ওপর যখন চরম যুলুম নির্যাতন হয় তখন তিনি র্দীঘ সময় কারাগারে বন্দী জীবনযাপন করেছেন। তা সত্বেও কোন স্বৈরাচারী শাসকের সামনে তার মস্তক অবনত হয়নি। তার জীবনে ইসলামী আন্দোলনের পথে পথে বহু বার দূরবস্থার স্বীকার হয়েছেন। যা দৃঢতার সাথে মোকাবেলা করেছেন, এমনকি মৃত্যুর হুমকি, মন্ত্রিত্ব পাওয়ার প্রলোভন, আর্থিক প্রণোদনা সহ নানান প্ররোচনা বুদ্ধিমত্তার সাথে সমাধান করেছেন। তার কাছে সংগঠনের দায়িত্ব আসার পরে এ মহান যিম্মাদারী দায়িত্বের বোঝা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করেন। তার উন্নত দৃষ্টিভংগী, হৃদয়গ্রাহী বক্তৃতা, সুকোমল ব্যবহার ও রাজনৈতিক প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা ছিল অতুলনীয়। এই বইটিতে ওমর তিলমেসানীর জন্ম থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত, রাজনৈতিক জীবন সহ মৃত্যু পর্যন্ত জীবন ভিত্তান্ত তুলে ধরা হয়েছে এবং ইখওয়ানুল মুসলিমুনের আবির্ভাব! ইখওয়ানের প্রতিষ্ঠাকালীন মুর্শিদে আম শহীদ হাসান আল বান্না সহ ইখওয়ানের সদস্যদের ভূমিকা, ইখওয়ানের প্রশিক্ষণ পদ্ধতি, ইখওয়ানের নেতৃত্ব তৈরি, জনসর্মথন আদায়, সমাজ গঠনের কর্মসূচি, রাজনৈতিক কৌশল, ত্যাগ তিতিক্ষা, স্বৈরশাসকদের মোকাবেলা সহ ইখওয়ানের পরিচয় তুলে ধরা হয়েছে।
আমি আশাবাদী এ বইটি পড়ে ইসলামী আন্দোলনের একনিষ্ঠ ও ঘুমিয়ে থাকা কর্মিরা আন্দোলনের প্রান খুজে পাবে। ইনশাআল্লাহ

বইয়ের নাম: ওমর তিলমেসানী ও ইখওয়ান
অনুবাদ: এম আমীর হোসাইন আল মাদানী
বইটির মূল্য: ১৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৪৩২
প্রকাশনায়: আধুনিক প্রকাশনী

রিভিউ লেখক: মাওলানা মেহেদি হাসান

পঠিত : ১৬৪ বার

মন্তব্য: ১

২০২৩-০৬-০৭ ১৭:৫০