আয়নাকথন: ১০
তারিখঃ ৯ জুন, ২০২৩, ১১:৫২
বিচার চেয়ে জেলখানাতে,
ন্যায় বিচারে ফাঁসি!
কারাবাসে জীবন বাঁচে,
মুক্ত কবরবাসী!
ঘরে আমি নই নিরাপদ,
বিদেশ মাঝে সুখ!
রাত্রিতে আর ঘুম আসে না,
দিনের বেলায় খুব!
ধর্ষণে হয় আদর করা,
প্রতিবাদে জঙ্গি!
যুক্তিকথায় ঝড়গাঝাটি,
অধিকারে ঢঙ্গি!
-
অজাত কবি

মন্তব্য: ০