আঁতাত ও আন্দোলন
তারিখঃ ৬ জুলাই, ২০২৩, ০১:৪১
কারো আঁতাত
ফাঁসির মঞ্চ
কারো আন্দোলন
টিভি-টকশো, পার্টি অফিস, অবৈধ সংসদ
কারো আঁতাত
জেল-হত্যা - ডান্ডাবেড়ি
কারো আন্দোলন
সব অধিকার আমার
কারো আঁতাত
যুগের বেশি উনমানুষের জীবন
কারো আন্দোলন
দিনের আলোয় বাকপটুতা
আঁধার রাতে জাহাপনা জাহাপনা
কারো আঁতাত
ভিটেমাটি বুলডোজারের তলায়
ব্যবসাপাতি গনিমতের মাল
কারো আঁতাত
সব বিপদে ঝাপিয়ে পড়া
কারো আন্দোলন
অধিকার পেলো যে অধিকার হারা
আঁতাত নয়তো আবার?

মন্তব্য: ০