Alapon

বই ভাবনা

এক ছাত্র একবার তার শাইখকে অভিযোগ করে বললেন,
শাইখ! আমি বই পড়ি,
কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ ছাত্রের দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন,
❝এটা চিবিয়ে খাও।❞
তিনি তাই করলেন।

শাইখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
ছাত্র: না তো!

শাইখ: ❝তুমি অনুভব না করলেও
খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত,
মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে।
ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি,
তখন তা আমাদের অগোচরেই
আমাদের ভাষাকে শক্তিশালী করে,
জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে,
লেখনী ও বাচনভঙ্গিকে উন্নত করে।❞

পঠিত : ৯৪৩ বার

মন্তব্য: ০