আয়নাকথন: ১১
তারিখঃ ১১ জুলাই, ২০২৩, ২০:২২
পাংখা দিয়ে খাচ্ছি বাতাস,
ফ্যানটা হঠাৎ ঘুরছে না!
জানলা দিয়ে দেখছি খবর,
টিভিটা আজ সুরছে না!
কানে-মুখে বলছি কথা,
মোবাইলটা আজ বন্ধ!
রাত হলেই দেখি আঁধার,
চোখটা হারায় ছন্দ!
জল দিয়ে আজ রাঁধছি মুলা,
আমিষ টামিষ জুটছে না!
পেটের বায়ু খুব বেড়েছে,
গ্যাসের দামতো কমছে না!
এমনিভাবে দিন কেটে যায়,
ঘুম আসে না রাতে।
সবাই যেন হাত দিয়েছে,
আমার বাড়া ভাতে।
-
অজাত কবি

মন্তব্য: ০