আয়নাকথন: ১২
তারিখঃ ১১ জুলাই, ২০২৩, ২০:২৭
রাত হলেই বেরোয় তারা
দিনের বেলায় সব হাওয়া;
রাত এলেই কাড়াকাড়ি
দিনেরবেলা নেই খাওয়া।
রাত এলেই হিসাব চুকায়
দিনের অংক জানেনা!
রাত্রি হলে কলম ধরে
আঁধার ছাড়া লিখে না।
রাত হলো তার প্রিয় আলো
দিন হলো ঘোর অন্ধকার;
এই নীতিতে গড়ে গেল
শাঁখচুন্নি রাজার ঘর!
-
অজাত কবি

মন্তব্য: ০