Alapon

আয়নাকথন: ১৩আয়নাকথন: ১৩

ভুতুড়ে সব দেয়ালগুলো
নতুন করে রং মাখা,
নতুন দিনের নতুন গানে
ঘুরবে পুরান সেই চাকা!

খুঁজে খুঁজে পাবি না রে
হুতুমপেঁচার চোখদুটো!
সাহস নিয়ে রাত্রি চলিস
শক্ত করে ধর মুঠো!

খুব সহজে ভাঙ্গবে শিকল
শক্ত করে মার লাথি;
সুচের গুতোয় কাত হবে ঠিক
মোটা-তাজা ঐ হাতি।

-অজাত কবি

পঠিত : ৫৭৩ বার

মন্তব্য: ০