কবিতা - আকাশের আজ মন খারাপ
তারিখঃ ২ আগস্ট, ২০২৩, ০৮:১৮
আকাশের আজ মন খারাপ
-মাসুম বিল্লাহ বিন নূর
পূব গগণে ঘোর আঁধারি
সূয্যি মামার নেই যে তাপ
উত্তুরেতে শীতল বায়ু
আকাশের আজ মন খারাপ!
মেঘ পাহাড়ের গর্জনে দেখ
'কোলা' বলে বাপরে বাপ!
ঝিরঝিরিয়ে অশ্রু ঝরে
আকাশের আজ মন খারাপ।
সাতরঙা ঐ রামধনুটা
রাঙিয়ে তোলে গগণপট
তাতে কি ভাই, তাকিয়ে দেখ
আকাশের আজ মন খারাপ!
বিলঝিলেতে 'বউপুটিরা'
আলতা মেখে দিচ্ছে ঝাপ
সবকিছু ঠিক চতুর্দিকে
আকাশটারই মন খারাপ!
লেবুপাতা-করমচা সব
বৃষ্টিফোঁটায় টলমলে
সূয্যিমামার মিষ্টি রোদে
প্রকৃতিটা ঝলমলে
কিন্তু ও ভাই লক্ষ্য করো
দৃষ্টি ফেরাও গগণে
বিষণ্নতায় ছেঁয়ে গেলো
ভাবছে কি সে আনমনে ?
কি করা যায় ভাবো সবে
মন ভালো হয় কোন কাজে
শিয়াল মামার বিয়ে হবে
ঢাকঢোল আর বীণ বাজে!
খুশির চোটে মিষ্টি হেসে
সূয্যিমামা ঢাললো তাপ
তবুও হেথায় তাকিয়ে দেখ
আকাশটার আজ মন খারাপ!
[২০-০৬-২০২২ খ্রি.]

মন্তব্য: ০