Alapon

বায়তুল মুকাদ্দাসে ৫০০০ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাঈল

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী প্রায় পাঁচ হাজার বাড়ি ধ্বংস করেছে। ১৯৬৭ সালে বায়তুল মুকাদ্দাস শহরটি দখল করে নেয়ার পর থেকে এসব বাড়ি ধ্বংস করা হয়েছে বলে নতুন এক প্রতিবেদেন জানানো হয়।

ফিলিস্তিনি ভূমি গবেষণা কেন্দ্র বা এলআরসি'র তৈরি করা প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে ১,৭০৬টি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। এতে ৯,৪২২ জন ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন যার মধ্যে ৫,৪৪৩টি শিশু রয়েছে।

ইসরাইলের দখলে থাকা বায়তুল মুকাদ্দাস শহরে তিন লাখ ৮০ হাজার লোকের বসবাস রয়েছে যাদের জন্য বছরে দু হাজার আবাসিক ইউনিট দরকার। কিন্তু বায়তুল মুকাদ্দাস সিটি কর্পোরেশন এমন কিছু আইন-কানুন করে রেখেছে যে, সেখানে ফিলিস্তিনদের জন্য ঘর-বাড়ি বানানো অসম্ভব হয়ে পড়েছে।

এলআরসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ৭০ হাজার ফিলিস্তিনি বায়তুল মুকাদ্দাস শহর থেকে উদ্বাস্তু হয়েছেন এবং তাদেরকে আর এ শহরে ফিরে আসতে দেয় নি ইহুদিবাদী ইসরাইল। এছাড়া, ১৯৪৮ সালের যুদ্ধে বায়তুল মুকাদ্দাসে ৩৯টি গ্রাম ধ্বংস করে ইহুদিবাদীরা যার কারণে এক লাখ ৯৮ হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু হন।

পঠিত : ৬৪৯ বার

মন্তব্য: ০