Alapon

চামড়ার মুখোশ

আমি মৃত মানুষ
হেঁটে চলি পৃথিবীর রাস্তায়
তোমার কৌতূহলী মন জিজ্ঞেস করবেই
মৃতরা হাঁটে নাকি?
হ্যাঁ, হাঁটে।
আত্মাটা যখন মরে যায়
রক্তমাংসের দেহটা হয়ে যায় প্রেতাত্মা।
প্রতিনিয়ত অসংখ্য অগণিত প্রেতাত্মায় অভ্যস্ত তোমার চোখ
জীবনের অপ্রতুলতা অনুভব করে না।
তাই আমাকেও তোমার মানুষ মনে হয়।
কিন্তু আমি তা নই।
আমার আত্মা নশ্বর দেহ থেকে
বিদায় নিয়েছে অনেক আগেই।
যা দেখছো, তা কেবলই অবয়ব;
শুধু চামড়ার মুখোশ।

১৯/১১/২২
ধানমন্ডি, ঢাকা।

পঠিত : ২৩১ বার

মন্তব্য: ০