Alapon

আমরা শোকাহত

একজন ইসলামী স্কলার আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি এমনই একজন মানুষ যার হাত ধরে শত শত মানুষ ইসলামে দাখেল হয়েছেন। যার স্বর ছিলো সর্বদা বাতিলের বিরুদ্ধে সদা বলিয়ান। তিনি গত ১৪ই আগস্ট রাত ৮.৪০ মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান আমাদের ছেড়ে। তিনি তো চলে গেলেন, কিন্তু কি রেখে গেলেন? তাঁর দেয়া দ্বীনি শিক্ষা। তাঁকে ভালোবাসতে কোন রাজনৈতিক দলের সমর্থক হওয়ার দরকার নেই, একজন সাচ্চা মুসলিম হলে তাঁকে ভালোবাসতেই হবে।

বিদায় বেলায় তিনি নিয়েগেলেন লাখো শুভাকাঙ্খীর ভালোবাসা ও দোয়া।

আমি অনুরোধ করবো দয়া করে এই লেখায় কেউ রাজনীতি খুঁজবেন না। তার ওয়াজ শুনলে তাঁকে ভালোবাসতেই হবে।

পঠিত : ২০৫ বার

মন্তব্য: ০