মোরা সাঈদী হবো
তারিখঃ ১৬ আগস্ট, ২০২৩, ০১:৪৬
অঝোরে চলছে ঝরে বহতা নদী,
কিভাবে ধরে রাখি এ দুটি আঁখি?
কিভাবে দিবো বলো এই মনে সায়,
কুরআনের ময়দানে পাখি আর নাই।
আধো চোখে ভোর রাতে ঘুম ভাঙলেই
বুক ফাটে ভাবলেই সাঈদী নেই।
খুন করে সাইদীকে নিয়ে গেলো যারা,
গজবে খোদার যেনো শেষ হয় তারা।
কত শত মুমিনেরা কাঁদে অবিরত,
সাঈদীর শাহাদতে বাড়িয়েছে ক্ষত।
আজ থেকে সবে মিলে শপথ নিবো,
কালিমার ঝান্ডা নিয়ে মোরা সাঈদী হবো।
-রাকিন ফাইয়্যাদ
১৬ই আগস্ট ২০২৩

মন্তব্য: ০