আল্লামা সাইদীর শেষ হাসিটা বিদায়ের হাসি ছিলো
তারিখঃ ১৬ আগস্ট, ২০২৩, ১০:১৬

আল্লাহ তায়ালা আমাদের আল্লামা সাইদীকে তাঁর প্রিয় মেহমান হিসেবে কবুল করুণ। (আমিন)
কালা সারাদিন অনেক কষ্ট লেগেছে। শুধু মনে হতো আর কিছু দিন পরেই হয়তো কোরআনের ময়দানে ফিরে পাবো আমাদের প্রিয় আল্লামাকে।
তাই প্রথম যখন শুনি হযরত আখিরাতের দীর্ঘ সফরে পাড়ি জমিয়েছেন। তখন বেশ কষ্ট লেগেছে।
আল্লাহ তায়ালা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি হুজুরকে তার ভূল ত্রুটি মার্জনা করে, তার ত্যাগ কুরবানীকে এদেশের ইসলামী আন্দোলনের জন্য কবুল করুণ। আমিন।
সবচেয়ে কষ্ট লাকছে, শেষ হাসিটা দেখে বোঝায় যায়নি তিনি অসুস্থ। তারপরও কি দিয়ে কি হলো বিষয়টি নিয়ে নানান কথা হচ্ছে চারিদিকে।
আল্লাহ তায়ালা এই কোরবানীকে তার দ্বীনের জন্য কবুল করুণ। আমিন

মন্তব্য: ০