Alapon

জান্নাতের পানে শহীদ সাঈদী



জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করছেন শহীদ আল্লামা সাঈদী।

তাঁকে স্বাগত জানাতে মিছিল নিয়ে এগিয়ে আসছেন শহীদ গোলাম আযম,নিজামী,মুজাহিদ,কাদের মোল্লা,কামারুজ্জামান,মীর কাশেম আলী,আব্দুস সোবহান,এ কে এম ইউসুফ,আব্দুল খালেক মন্ডল (রহ.)।

আল্লামাকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা এক বাগানে। যেখানে শত শহীদের সাথে আছে ইমাম হাসানুল বান্না,মওদূদী,কুতুব শহীদ,সাঈদ নুরসী,আব্দুল কাদের আওদাহ,জামাল উদ্দিন আফগানি,সাইয়েদ আহমদ বেরলভি,ইসমাইল শহীদ থেকে শুরু করে শায়খ ইয়াসীন,আব্দুল মালেক,মুরসী। নাম না জানা ইতিহাসের বাকে বাকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে শাহাদাতের নজরানা দেওয়া অসংখ্য শহীদ সে মিছিলের শোভা বাড়াচ্ছেন।

তাঁদের খোশগল্পে মেতে উঠার সাথে সাথে হাজির হলেন স্বয়ং রাসূলে আকরাম (সা.)। তিনি এসে শহীদ আল্লামার মাথায় পড়ালেন শহীদদের জন্য নির্ধারিত সেই মহাসম্মানিত টুপি,যাতে বসানো থাকবে ইয়াকুত পাথর।

কতই না সুন্দর দৃশ্য এটি। সবাই মিলে কত না বলা কথার মালা গাথছেন তাঁরা। ছড়াচ্ছেন প্রেমের ফল্গুধারা। আল্লাহু আকবর। এমন এক মজলিসে আল্লাহ আমাদেরও যদি রাখতেন! ধন্য হয়ে যেতো এ জীবন।

❝রব তোমার দরবারে চাই না কিছু আর,
এমন একটা জলসা নসীবে রেখো আমার।❞

পঠিত : ৪৬২ বার

মন্তব্য: ০