Alapon

দাবানলের লেলিহান



ছিন্ন-ভিন্ন পোশাক গায়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে
এসেছিল আশ্রয়ের খোঁজে
ভেলকিবাজির বস্তাটা মাথায় নিয়ে
বিশ্বের প্রান্তে প্রান্তে লাথি খেয়ে
অবশেষে এলো মুসলিমদের গৃহে।

তাড়িয়ে দিতে পারেনি বা তাড়ানোর ইচ্ছে ছিল না
মেহমানের সম্মান দিয়ে ঘরে তুলে নিয়েছিল
অসহায় করুণ দৃষ্টিই বলে দেয় ওরা ছিল নিঃস্ব
ওদের ভেলকিবাজির নিকট পরাস্ত হয়ে গৃহবাসী হলো নিরস্ত্র!

সময়ের আবর্তনে তাড়িয়ে দেয়া বিশ্ব মোড়লরা ভিক্ষুকদের বন্ধু হলো
বাড়িওয়ালাকে উচ্ছেদ করতে চলতে থাকলো অভিযান।

ছদ্মবেশী ভেলকিবাজদের স্বভাবটাই ভাঁড়ামীতে ভরপুর
মুসা নবীকে ওদের পূর্বপুরুষরাই বলেছিল
'তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ কর'
আল্লাহর উপহার মান্নাওয়াসসালওয়ার সাথে ধৃষ্টতা দেখানোর সাহস ওদেরই হয়েছিল
আযাব আসার পরেও ওদের মন থেকে ময়লা যায়নি
বরং বেড়েছে ঘৃণ্য চক্রান্তের নব্য কৌশল!

ওরাই পেরেছিল দুনিয়ায় প্রথম লিখিত দলীল
মদিনা সনদের সাথে বেঈমানী করতে
পেরেছিল মুহাম্মদ সাঃ কে তাবিজ করতে।

আসলে ওদের কৌশল গুলো পেছনের দরজার
এদিকের হালকা আওয়াজে ওরা গর্তে পড়ে
হামাগুড়ি দিয়ে মিনতি করে
কথিত শান্তি প্রস্তাবের বুলি আওড়ায়!

ইনশাআল্লাহ!
তোমাদের ষড়যন্ত্র চরমভাবে নাস্তানাবুদ হবে
তোমাদের গন্ধ ওয়ালা মস্তিষ্ক পোকার দখলে যাবে
তোমাদের মদদদাতা বিশ্ব মোড়লরা পিছু হটবে।

অপেক্ষা করো
উমর-খালিদের উত্তরসূরীরা আসছে
তাদের পদধ্বনি শোনা যাচ্ছে।

মনে কি পড়ে
বনু কুরাইজার কথা!
বিপদ দেখে মিত্র ইবনে উবাই কথা রাখেনি
তেমনি সাইরেন এলে তোমাদের মিত্ররা প্রতিশ্রুতি ভুলে ব্যস্ত হবে আপন আপন আখের গোছাতে।

ইনশাআল্লাহ
তোমাদের তৈরি দাবানলের লেলিহানে
তোমরাই হবে ভস্মীভূত।

পঠিত : ১৯৯ বার

মন্তব্য: ০