Alapon

নৈতিক অবক্ষয় রোধে রাসূল সাঃ এর আদর্শ। পর্ব :০৪।

অবৈধ সম্পদ অর্জন বন্ধে রাসুল সা. এর আদর্শ:-
নৈতিক অবক্ষয়ের আরেকটি দিক হলো অবৈধ সম্পদ অর্জন। মানুষ ধনী হওয়ার লোভে "জিরো থেকে হিরো" হতে আগ্রহী। পেশিশক্তির প্রভাব বিস্তার করে গরীবের জায়গা দখল করে নেয়। ঘুস ছাড়া ফাইল ছাড়ে না।যারা জেনে শুনে অন্যের জমি দখল করে নেয় তাদের ব্যাপারে আল কুরআনের নির্দেশনা,"আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেয়ো না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও"।(সুরা আল বাকারা,১৮৮)

অপরদিকে যারা ঘুষের সাথে জড়িত তাদের উপরেও আল্লাহর অভিশাপ। হাদিসের নির্দেশনা, "হযরত সাওবান রা. হতে বর্ণিত।রাসূল সা. ইরশাদ করেন, ঘুস গ্রহণকারী,প্রদানকারী ও মধ্যস্তাকারীর উপর আল্লাহর লা'নত"।(সহীহ তিরমিজি)

★সংখ্যালঘু নির্যাতন বন্ধে রাসূল সা. আদর্শ:-
ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।এই ধর্মে অন্য সব ধর্মের মানুষদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেশ।
রাসূল সা. ইরশাদ করেন, "মনে রেখ,যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়,তার অধিকার খর্ব করে,তার কোন বস্তু জোর পূর্বক ছিনিয়ে নেয়। তাহলে কিয়ামত দিবসে আল্লাহর আদালতে আমি তার বিরুদ্ধে নালিশ করবো"(আবু দাউদ)

পঠিত : ২১৯ বার

মন্তব্য: ০