Alapon

বিয়ে - হাজারো তরুণের নিরব চিৎকার


বিবাহ-এর গুরুত্ব।
আজকে আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গেছে। আর জিনা-ব্যভিচার সহজ হয়ে গেছে। কারন যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে

জিনা-ব্যভিচার সহজ হয়ে যায়।
রাসূল সাঃ. মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজত করার জন্য তরুন সমাজকে বিবাহের প্রতি উদ্ভুদ্ধ করেছেন।

রাসূল সাঃ. বলেন, "তোমাদের মধ্য থেকে যার সামর্থ রয়েছে সে যেন বিয়ে করে নেয়।"

অন্য হাদীসে বর্ণিত হয়েছে, রাসূল সাঃ. যুবকদের লক্ষ করে বলেন, "হে যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা খরচ বহনে সক্ষম তারা যেন বিয়ে করে নেয়। কেননা, বিয়ে হচ্ছে দৃষ্টির হেফাজতকারী ও লজ্জাস্থানকে সংরক্ষন কারি।"

আমাদের সমাজের বাবা-মায়েরা যদি প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বিবাহের ব্যবস্থা করতো তাহলে ছেলে-সন্তান চরিত্রবান হত। ছেলে-সন্তান দায়িত্বশীল হত। তারা জিনা-ব্যভিচারের দিক পা বাড়াতো না। তারা ধর্ষক হত না।

কিন্তু আজকে প্রাপ্ত বয়স্ক যুবকদের বিবাহের ব্যবস্থা না করার কারনে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। সমাজটা আস্তে আস্তে ধর্ষকের সমাজে পরিনত হচ্ছে।

ইসলাম বিবাহের পথকে সহজ করে রেখেছে। যাতে করে মানুষ সল্প খরচে বিয়ে করতে পারে।

রাসূল সাঃ. বলেন, "নিশ্চয়ই ঐ বিবাহ অধিক বরকত পূর্ণ যেই বিবাহের মহর কম পরিমান ধার্য করা হয়।"
অন্য হাদীসের মধ্যে এসেছে, "ঐ বিবাহ হচ্ছে সর্বোত্তম যেটা করতে সহজ।" অর্থাৎ, যেই বিবাহের মাঝে খরচ কম সেই বিবাহ হচ্ছে সর্বোত্তম বিবাহ।

আমাদের সমাজে আজকে বিয়েটাকে অনেক ব্যয়বহুল বানিয়ে ফেলা হয়েছে। যার ফলে ইচ্ছা করলেও যুবকেরা বিয়ে করতে পারছে না। কারন, বিয়ের নাম নিলেই লক্ষ লক্ষ টাকার হিসেব কসতে হয়।

অথচ রাসূল সাঃ. এর জামনায় বিবাহটা একেবারেই স্বাভাবিক বিষয় ছিল। শুধুমাত্র একটি লোহার আংটি মহরনা দিয়ে সাহাবায়েকেরাম রাঃ. বিয়ে করেছেন।

এমনো হয়েছে যে, রাসূল সাঃ. সাহাবিদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় সাহাবায়েকেরাম রাঃ. বিয়ে করেছেন অথচ রাসূল সাঃ. কে জানানি। রাসূল সাঃ. কে দাওয়াত দেননি।

ইসলামে বিয়ে অনেক স্বাভাবিক বিষয় ঢাক-ঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করার কোন প্রথা ইসলামে নেই।

"সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
"রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু।"
-শায়েখ তামীম আল আদনানী হাফিঃ।

পঠিত : ২০১ বার

মন্তব্য: ০